চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ১৫ মামলার পলাতক আসামি নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১২ জানুয়ারি) সীতাকুণ্ড পৌরসভার মধ্য এয়াকুবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিজাম উদ্দিন সীতাকুণ্ডের জোড় আমতল এলাকার বাসিন্দা শফিউল আলমের ছেলে।
র্যাব জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার নিজাম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ সর্বমোট ১৫টি মামলার তথ্য পাওয়া যায়।
চট্টগ্রাম র্যাবের উপ-পরিচালক মো. সাদমান সাকিব বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। রোববার গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা শেষে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ