চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টায় বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘শংকর দেওয়ানজীহাট ওসমান গনি হুজুরের বিল্ডিংয়ের তৃতীয় তলায় বিস্ফোরণে ওই ফ্লোরের ৪টি ফ্ল্যাটেই আগুন ধরে যায়। ফ্ল্যাটগুলোতে তিনটি পরিবার ছিল। আগুনে তিন পরিবারের ১১ জন দ্বগ্ধ হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ