বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: টানা বৃষ্টিতে সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার অজুহাতে টানা কয়েক সপ্তাহ ঊর্ধ্বমুখি থাকার পর ঈদের ছুটিতে কমেছে সবজির দাম। সবজি ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতেই ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। এদিকে পূর্ণিমার ‘জো’তে সাগরে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
নগরীর কাজীর দেউরি কাঁচাবাজারে সরেজমিনে দেখা গেছে, বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, টমেটো ২০০ টাকা, লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাকা মিষ্টি কুমড়া কেজি প্রতি ৩০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, শসা ৬০ টাকা, আলু ২৫ টাকা, তিতা করলা ৫০ টাকা ও চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মিষ্টিকুমড়া শাক ২৫ টাকা, পাট শাক ১৫ টাকা, লাল শাক ১৫ টাকা, পুঁই শাক ১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, জোড়া আঁটি ডাটা শাক ৩৫ টাকা এবং কলমী শাক ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মো. আজম জাগো নিউজকে বলেন, জুলাই মাসের শুরুতে টানা বৃষ্টিতে সবজির আমদানি কমে গিয়েছিলে। তাই প্রতিটি সবজিতেই ১০-১৫ টাকা দাম বেড়েছিল। প্রায় একমাস বাড়তি দামে বিক্রির পর ঈদের সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে।
এদিকে গতকাল (শুক্রবার) ছিল পূর্ণিমার ‘জো’। সাগরে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। হাসিমুখে উপকূলে এসেছেন জেলেরা। তাই পতেঙ্গা ও সীতাকুণ্ড সৈকতে গতকাল ইলিশের দাম তুলনামূলক সস্তা ছিল বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা। সৈকতে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ৫০০ থেকে ৬০০ টাকায়।
ফিশারিঘাটের মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে ইলিশ ধরা পড়ায় খুশি তারাও। গেল বছরের তুলনায় এবার আরও লাভবান হওয়া যাবে। যেহেতু জালে প্রচুর সংখ্যক ইলিশ ধরা পড়ছে সামনে ইলিশের দাম আরো কমবে বলে মনে করছেন আড়তদাররা।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের খুঁচরা বাজারে আকারভেদে দেশি শিং মাছ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়, কৈ ৪৫০-৫০০ টাকায়, মাগুর ৭০০-৮০০ টাকা, শোল ৪০০-৫০০ টাকা, কাতল ৩০০-৩২০ টাকা, রুই ২৮০-৩৫০ টাকা, বোয়াল ৪০০-৫০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৭০০-৮০০ টাকা, তেলাপিয়া ১২০-১৮০ টাকা, পাঙ্গাস ১৫০-২০০ টাকা, লইট্টা ১২০-১৮০ টাকা, কই ৩৮০-৪২০ টাকা, কেচকি ২০০-২৫০ টাকা, বাটা মাছ ৪৫০-৫০০ টাকা, কোরাল ৪৫০-৫০০ টাকা, রূপচাঁদা (সাদা) ৮০০-৯০০ টাকা, রূপচাঁদা (কালো) ৪০০-৫০০ টাকা এবং ইলিশ আকারভেদে ৭০০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা ও দেশি মুরগি ৪৮০ টাকা, গরুর মাংস সাড়ে ৫০০ টাকা এবং খাসির মাংস কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাংলা৭১নিউজ/এফএ