বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি নমুনা পরীক্ষায় রেকর্ড ২৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত চারজন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২২৯ জনে।
বুধবার (২০ মে) চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩২ জন চট্টগ্রাম নগরীর এবং উপজেলাগুলোতে ৯ জন। এদের মধ্যে চন্দনাইশে ৬ জন, বোয়ালখালীতে ১ জন ও আনোয়ারা উপজেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে মঙ্গলবার ২০৩টি নমুনা পরীক্ষায় ১০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও বুধবার ১৭০টি নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে কক্সবাজার মেডিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সবাই চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১২২৯ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৭ জন। আইসোলেশনে আছেন ১৫৬ জন রোগী।
করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা প্রাণ নিয়েছে ৪৪ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।
এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৮৬ জন মারা গেলেন।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬১৭ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনে।
বাংলা৭১নিউজ/জেআই