চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকার বাসা থেকে শাহনাজ আকতার (২৩) ও মেয়ে সাবেকুন নাহার ইভার (৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ মো. শাহজাহানের স্ত্রী।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, শাহনাজ বেগম ও তার স্বামী শাহজাহান পোশাক কারখানায় চাকরি করতেন। দু’জনের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালে শাহজাহান কাজে চলে গেলে প্রথমে মেয়েকে ঝুলিয়ে একই দড়িতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ