বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার ভেতর তিন নম্বর শেডে বড় ধরনের আগুন লেগেছে। বন্দরের এই শেডে পুরনো পণ্য বা নিলামের পণ্য থাকে। এরমধ্যে রাসায়নিক ছিল বলে খবর পাওয়া গেছে।
আজ বিকাল ৪টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হলেও কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই শেড সংস্কার ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ঠিকাদারের অসাবধানতায় নিচে থাকা রাসায়নিক পণ্যে ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। তিন নম্বর শেড থেকে আগুনের ধোঁয়া অনেকদুর পর্যন্ত ছড়িয়ে গেছে।
আগুনে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু বিকাল সোয়া পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের উপ পরিচালক (নিরাপত্তা) মেজর রেজাউল হক বলেন, বিকাল পৌনে পাঁচটার দিকে তিন নম্বর শেডে আগুন লাগে। চট্টগ্রাম বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি। আগুন নিভানোর পর বিস্তারিত জানা যাবে।
এদিকে আগুনের কারণে চট্টগ্রাম বন্দরের গেট দিয়ে পণ্যছাড় বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই