বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়স্থ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে আগুন লেগেছে।
সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ১১টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগর গোয়েন্দা কার্যালয়ের চার পাশে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এর পর আগুন জ্বলতে দেখা যায়। এই কার্যালয়ে চট্টগ্রামের বহু গুরুত্বপুর্ণ ও চাঞ্চল্যকর মামলার নথিপত্র রয়েছে।
আগুন থেকে এসব নথি রক্ষা করা কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়েছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এসআর