বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় এক লাখ ঘুষের টাকাসহ জেলা পরিষদের ষাঁট লিপিকার এ, কে, এম শাহীদুজ্জামানকে আটক করেছে দুদক। আজ মঙ্গলবার সকালে জেলা পরিষদের অফিস কক্ষ হতে ঘুষের টাকাসহ দুদক তাকে হাতে নাতে আটক করে।
দুদকের পরিচালক ড. আবুল হাচান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম আজ সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করতে থাকে। একটি মাধ্যামিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড় করনে জনৈক শিক্ষক এক লাখ টাক শাহীদুজ্জামানকে দেওয়া মাত্র দুদক টিম তাকে হাতে নাতে আটক করে। পরে তাকে সদর থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/জেএস