বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ : আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক এএসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ এএসআই আলম মিয়াকে প্রত্যাহার করার জন্য জেলা পুলিশ সুপার মঈনুল হক নির্দেশ দেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান।
গত ১ জানুয়ারি রাতে নগরীর খানপুর এলাকা থেকে ১০০ ক্যান বিয়ারসহ গৌতম পাল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে তার স্বজনদের কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরও তাকে না ছেড়ে ৬২ ক্যান বিয়ার দিয়ে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় গৌতমের স্বজনরা থানায় গিয়ে ওসি আসাদুজ্জামানকে বিষয়টি অবগত করেন। পরে এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এএসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এম