বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়কমলদহ এলাকায় রূপসী ঝর্ণার কূপে ডুবে মারা গেছেন দর্শনার্থী মেহেদী হাসান (২১)।
মেহেদী হাসান নাটোরের পীরগঞ্জ উপজেলার জালালাবাদ গ্রামের নুরুল আমিনের ছোট ছেলে। চট্টগ্রামেই চাকরিজীবী বাবা ও পরিবারের সঙ্গে থাকতেন তিনি। মেহেদী হাসান চট্টগ্রামের মুরাপুরস্থ ন্যাশনাল টেকনোলজি (এনআইটি) ইন্সটিটিটের একজন টেকনোলজি প্রকৌশলের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার একসঙ্গে ৬ বন্ধু ঝর্ণার জলে বেড়াতে গিয়েছিলেন। ঝর্ণার পানির কূপে সবার অজান্তে তিনি কখন যে হারিয়ে যান কেউই টের পাননি। পরে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন বন্ধুরা। অবশেষে কূপের জলেই খুঁজে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।