মুমিনের সব কাজ ইবাদতের অংশ। তাই ঘুম ও সজাগ সর্বাবস্থায় মহান আল্লাহর স্মরণ জরুরি। ঘুমানোর সময় ও ঘুম থেকে উঠার পর কী দোয়া পড়তে হবে রাসুল (সা.) তা শিখিয়েছেন। হুজাইফা বিন আল ইয়ামান (রা.) বলেছেন, নবি করিম (সা.) যখন বিছানায় ঘুমাতে যেতেন তখন তিনি বলতেন,
«باسْمِكَ اللَّهُمَّ أمُوتُ وأَحْيَا»
উচ্চারণ : বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।
অর্থ : ‘হে আল্লাহ, তোমার নামেই আমি মারা যাব এবং জীবিত হব। ’
এবং যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি পড়তেন,
«الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ»
উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ’
‘সব প্রশংসা আল্লাহর জন্য যিনি (ঘুমের মতো) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই কাছে আমাদের সবার পুনরুত্থান। ’ (বুখারি, হাদিস নং : ৬৩২৪)
বাংলা৭১নিউজ/এসএইচ