রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

ঘরে তোলার প্রতিশ্রুতি দিয়ে ১৪ লাখ টাকা নিয়ে স্বামী উধাও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীর মর্যাদা দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন রিমা আক্তার নামে নরসিংদীর এক তরুণী। গত ২৬ জুলাই শুক্রবার থেকে উপজেলার জালালিয়া গ্রামে অনশন শুরু করেন ওই তরুণী।

রোববার রাতে তরুণী ওই বাড়িতেই অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা চলছে।

জানা যায়, দুবাইতে একই কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় জালালিয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ইয়াওর আলীর সঙ্গে নরসিংদী জেলার খালারচর ইউনিয়নের মানারাকান্দি গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে রিমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দু’জন দেশে এসে ২০১৭ সালের ১৯ জুলাই নরসিংদী আদালতে ‘কোর্ট ম্যারেজ’ এর মাধ্যমে বিয়ে করেন। এরপর নরসিংদীতে একটি বাসা ভাড়া করে প্রায় দেড় মাস সংসার করে তারা আবার বিদেশ চলে যান।

রিমা আক্তার জানান, বিদেশে যাওয়ার পর প্রায় ১৪ লাখ টাকা নিয়ে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশে পাঠিয়ে দেয়া হয় তাকে। সরল বিশ্বাসে দেশে আসার পর বারবার চেষ্টা করেও ইয়াওরের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। পরে দুবাইতে কোম্পানির অন্যান্য লোক মারফত জানতে পারি সে বিদেশ থেকে কিছুদিন আগে দেশে এসেছে। এ খবর পেয়ে স্ত্রীর মর্যাদার জন্য তার বাড়িতে উঠেছি।

তিনি বলেন, আমার স্বামীর বাড়ি চিনে এসেছি। ছেলের মাসহ বাড়ির অন্যান্য লোকজন চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এতে আমার জীবন হুমকিতে রয়েছে। ইয়াওর আলী গত ৬ মাস আগে পাশের মথুরাপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে আরেক মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী বলেন, মেয়ের সঙ্গে থাকা কাগজপত্র দেখে বারবার বিষয়টি সমাধান করার জন্য ইয়াওর আলীর পরিবারকে অনুরোধ করা হলেও তা হয়নি।

এদিকে পালিয়ে যাওয়ায় ইয়াওর আলীর মোবাইলে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ বিষয়ে কমলগঞ্জ থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলা৭১নিউজ/পিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com