বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর ইবনে বতুতা মুনমুন (৩৮) নামে এক ইলেক্ট্রিক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির মালিক এবং দেনাদার পলাশ সূত্রধরকে (২২) আটক করা হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের নতুন সারটিয়া কামারপাড়া গ্রামের বাঞ্ছা সূত্রধরের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মুনমুন বড় সারটিয়া গ্রামের বজলার রহমান মাস্টারের ছেলে এবং একজন ইলেক্ট্রিক ব্যবসায়ী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যবসায়ী মুনমুনের কাছ থেকে নতুন সারটিয়া কামারপাড়া গ্রামের বাঞ্ছা সূত্রধরের ছেলে পলাশ সূত্রধর সুদে ২ লাখ টাকা ধার নেয়।
গত রোববার বিকালে সুদসহ পাওনা টাকা চাইতে পলাশের বাড়িতে যান মুনমুন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আজ সকালে মুনমুনের স্বজনরা পলাশ সূত্রধরের বাড়িতে তার খোঁজে গেলে তালাবদ্ধ ঘরের দরজার সামনে মুনমুনের শার্ট ও জুতো দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে পলাশ সূত্রধরের ঘরের মেঝে খুঁড়ে মুনমুনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি হেলাল উদ্দিন আরও জানান, গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার পর গর্ত করে মরদেহ পুঁতে রাখা হয়েছে। লাশ উদ্ধারের পরপরই বাড়ির মালিক পলাশ সূত্রধরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/সিএইস