শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের দেখা মিলছে না।

স্থানীয় রিকশাচালক মাসুম আলীসহ কয়েকজন জানান, দুদিন ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। এ করণে জরুরি প্রয়োজন আর অফিসগামী লোকজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। সকাল থেকে যাত্রীর অভাবে বসে থাকতে হচ্ছে। তেমন আয় করতে না পারায় এ কয়েকদিন বেশ ভোগান্তিতে আছেন তারা।

স্থানীয়রা চা-দোকানি গাফফার বলেন, ‘দু-তিন ধরে সকাল থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকায় বেচাবিক্রি কম। ফজরের নামাজের পর অনেক কাস্টমার চা খেতে আসেন, কুয়াশার কারণে তাদের দেখা মিলছে না। তাই আয় কমেছে।’

chu-(1).jpg

কৃষক জমির উদ্দিন বলেন, ‘আমি যে জমিতে চাষ করেছি, সেখানে ভোর থেকে সার দিতে হতো। কিন্তু কুয়াশার কারণে সকাল ৯টায় বের হচ্ছি। কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও আছে।’

চাষি রবিউল ইসলাম বলেন, ‘ফাল্গুনের শুরুতে কুয়াশা পড়ছে। এতে গম, মসুরিসহ মৌসুমী আবাদের ক্ষতির আশঙ্কা আছে। কারণ, প্রতিবার ফাল্গুনের শেষ দিকে কুয়াশা পড়ে, এবার আগে-ভাগেই কুয়াশা পড়েছে।’

chu-(1).jpg

বেসরকারি চাকরিজীবী শিউলী শারমিন বলেন, ‘আমি সকাল ৭টায় অফিসে যাবো। কিন্তু কুয়াশার কারণে পৌছাতে দেরি হয়ে গেছে। কুয়াশায় সময়মতো গাড়ি ছাড়লেও ধীর গতিতে চলেছে।’

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, গত দুদিন বেশ কুয়াশা পড়ছে। জেলায় আজ ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আকাশ মেঘলা ছিল বলেই ঘন কুয়াশা পড়ছে। তবে একদিন পরেই কুয়াশা কেটে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com