বাংলা৭১নিউজ, ঢাকা : গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত উত্তরের জনপদ দিনাজপুরের জনজীবন। কাঠফাটা রোদ আর অসহনীয় গরমে স্বস্তি নেই কোথাও। সে সাথে ঘন ঘন লোডশেডিং এ নাভিশ্বাস উঠেছে মানুষের।
এ অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, জ্বর আর পানি শূন্যতায়। প্রচণ্ড গরম থেকে শিশুদের রক্ষায় তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গত কয়েকদিন ধরে দেশের উত্তর পশ্চিমে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বইছে। দিনাজপুরে এর প্রভাবে মানুষের পাশাপাশি পশু-পাখিদেরও প্রাণও হয়ে উঠেছে ওষ্ঠাগত। দুপুরে শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা থাকে।
তাপমাত্রা আর ভ্যাপসা গরম থেকে একটু প্রশান্তির আশায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন অনেকে। তেষ্টা মেটাতে খাচ্ছেন আখের রস বা তরমুজ।
গরমে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে ডায়রিয়া ,জ্বর, বমি আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছ। এ অবস্থায় প্রচণ্ড গরমে শিশুদের তরল খাবার এবং ঠাণ্ডা জায়গায় রাখার পরামর্শ চিকিৎসকদের।
গরমের অতিষ্ঠ সাধারণ মানুষ স্বস্তির আশায় গাছের ছায়া এবং আখের রস, তরমুজ খাচ্ছেন। স্থানীয় দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জল হোসেনের দাবি, মৃদু তাপ প্রবাহটি তীব্র তাপ প্রবাহে রূপ নেয়ায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। চলতি বছর দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা৭১নিউজ/এসএস