মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে একের পর এক শিশু টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো শাকিব খানের ঢাকা জিমি কার্টার ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু : প্রধান উপদেষ্টা ঈশ্বরদীর সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার পুলিশ স্টাফ কলেজের রেক্টর হলেন তারিক, ৮ এসপিকে বদলি তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তিন অভিবাসীর মৃত্যু মঙ্গলবার ব্যাংক হলি ডে, লেনদেন বন্ধ রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা বাণিজ্য মেলা শুরু বুধবার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে মঙ্গলবার সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত পাকিস্তানের পাঞ্জাবে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়, বড় স্কোর তাড়া করে শুভ সূচনা বরিশালের সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ কৃষক বিদ্রোহে অচল পাঞ্জাব, ২০০ ট্রেন বাতিল মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

গ্যাসের মূল্য রুবলে না দিলে সরবরাহ বন্ধ: ক্রেমলিন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পড়া হয়েছে

রাশিয়া গ্যাস সরবরাহকে ব্ল্যাকমেল করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে যে অভিযোগ করা হয়ে তা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। একই সঙ্গে গ্যাসের মূল্য রুবলে পরিশোধ না করা হলে সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়েছে মস্কোর পক্ষ থেকে। পাশাপাশি রাশিয়া নিজেকে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে দাবি করেছে। 

রাশিয়া পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর বুধবার মস্কোর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ আনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর বিবিসির।

ইইউর অভিযোগের জবাবে রাশিয়া বলছে, তাদের (পোল্যান্ড ও বুলগেরিয়া) গ্যাস দেওয়া বন্ধের কারণ হলো— তারা রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানিয়েছে।

তবে এখন পর্যন্ত কতগুলো দেশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে রাজি হয়েছে সে বিষয়ে কিছু বলেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অবন্ধু দেশগুলোর’ আরোপ করা নিষেধাজ্ঞার কারণে নতুন এ আইন তৈরি করা হয়েছে।

পেসকভ বলেন, আমাদের উল্লেখযোগ্য পরিমাণ রিজার্ভ জব্দ করা হয়েছে। ভিন্ন অর্থে বলতে গেলে চুরি করা হয়েছে। এখানে ব্ল্যাকমেল করার কোনো প্রশ্নই আসে না।

ক্রেমলিনের এ মুখপাত্র বলেন, গ্রাহকরা যদি ‘নতুন নিয়মের অধীনে মূল্য পরিশোধ করতে না চায়’ তবে প্রেসিডেন্ট পুতিন গ্যাস সরবরাহ বন্ধে যে আদেশ দিয়েছেন তা ‘অবশ্যই প্রয়োগ করা হবে’।

ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। এ জন্য রাশিয়ার সঙ্গে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান বাণিজ্য স্থগিত করতে বাধ্য হয়েছে। 

এমন পরিস্থিতিতে রুশ গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল ইউরোপকে ‘শাস্তি’ দিতে নতুন আইন চালু করে মস্কো। ‘অবন্ধুসুলভ’ দেশগুলো থেকে গ্যাসের ‍মূল্য রুবলে আদায় করার কথা বলা হয়েছে সে আইনে। তবে এখনও হাঙ্গেরি ছাড়া অন্য কোনো দেশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধে রাজি হয়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com