বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার সরকারি ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
এরই মধ্যে ডিজিএফআই, এনএসআই, এসবি, আইএডি এবং র্যাবের গোয়েন্দা সংস্থাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।
গত ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই চিঠিতে বৈঠকের দুটি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় এবং বিবিধ। এ ছাড়া প্রক্টর কার্যালয়ের প্যাডে ‘সভাপত্র’ শিরোনামে দেওয়া ওই চিঠিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের ‘প্রিয় সহকর্মী’ বলে সম্বোধন করা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘প্রিয় সহকর্মী শুভেচ্ছা নিবেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনার জন্য এক সভা আগামী ৭ জুন, বৃহস্পতিবার, বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস, কলা ভবন, কক্ষ নং- ১০৩৪ (নিচতলা) অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।’ এরপর আলোচ্যসূচি লেখা রয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এক সঙ্গে ইফতার করা ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাদের দাওয়াত দেওয়া হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলা৭১নিউজ/বিকে