বাংলা৭১নিউজ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস ড্রাইভার রানা মিয়া(২৮) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন বাসযাত্রী আহত হয়। আজ শনিবার সকাল ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকায় দুইটি বাসের মধ্যে ঘটে। নিহত বাস ড্রাইভার গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের আব্দুল করিমের পুত্র বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, সকালে চক্ষু হাসপাতাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সূর্য্য পরিবহনের যাত্রীবাহি একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতে ঘটনা ঘটে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে দূর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দূর্ঘটনা কবলিত বাস দুইটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলা৭১নিউজ/জেএস