সোমবার, ০৩ জুন ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বায়ুদূষণ রোধে ডিএনসিসি মেয়রের ৫ ঘোষণা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা থেকে খালাস পেলেন ইমরান ‘শিশু অধিকার রক্ষায় এমপিদের ভূমিকা রাখার সুযোগ আছে’ চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল গৃহবধূর ৪-১০ জুন পালিত হবে নৌনিরাপত্তা সপ্তাহ ব্যাংকগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন দূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে : পরিবেশমন্ত্রী জাতীয় জীবনিরাপত্তা নীতি অনুমোদন মন্ত্রিসভায় ছিনতাই ঠেকাতে গিয়ে চোখ হারালেন এসআই, তৃতীয় লিঙ্গের গ্রেফতার ৪ অসাধু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের সুয়োমোটো মৃত্যুর কারণে আসন শূন্য হওয়ার কথা সংবিধানে স্পষ্ট উল্লেখ নেই ভারতে হিটস্ট্রোকে ৫৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৫ হাজার চোরাচালান নির্ভর দেশের ১১ হাজার কোটি টাকার হীরার বাজার: বাজুস আজিজ-বেনজীর প্রসঙ্গে ফখরুল দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে ২৪ ঘণ্টায় গাজার ৫০ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ‘জাতীয় চা দিবস’ মঙ্গলবার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত কোরবানির পশু গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ঈদুল আজহার পর নতুন সূচিতে সরকারি অফিস

গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা পূর্বপরিকল্পিত: বিএনপি

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্র্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক হিংস্র নিষ্ঠুরতা। আমি এই ঘটনায় ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই।

গত ২০১৪ ও ‘১৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তান্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদদপুষ্ট দুস্কৃতিকারিরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। আজকের ঘটনাসহ সম্প্রতি সেই মনুষ্যত্বহীন প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে।

তিনি বলেন, আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনার দ্বারা সেই পুরনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে। গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থিত হওয়ায় এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্ব পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। পৃথিবীর সকল স্বৈরাচারই ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে থাকে। দেশে-দেশে স্বৈরশাহী মানবতাবোধশূন্য ও অনুভূতিহীন হয়ে থাকে।

আজকে দুস্কৃতিকারিদের দ্বারা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে যে ধ্বংস ও বিপদের পথ উন্মোচন করা হলো তাতে দেশ ও জাতিকে এক গভীর খাদের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন রিজভী।

তিনি বলেন, বিএনপি’র পক্ষ থেকে অবিলম্বে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে জীবনহানি ও অগ্নিদগ্ধ হয়ে অনেককে মারাত্মক জখম করার কাপুরুষোচিত ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com