বাংলা৭১নিউজ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পিকআপ ভ্যানে চড়ে আমনুরা হয়ে গোদাগাড়ী সদরে যাওয়ার সময় এঘটনা ঘটে। সে গোদাগাড়ী উপজেলার আতাহারি লাইনপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পিকআপ ভ্যানে চড়ে আমনুরা হয়ে গোদাগাড়ী সদরে আসছিলো।
গোদাগাড়ীর সাফিনা পার্কের সামনে পৌছলে রাস্তার উপর গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনা স্থলেই মারা যায় শফিকুল। গোদাগাড়ী থানার এএসআই মানিক রাজু জানান, এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে তাদেরকে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিহতের লাশের ব্যাপারে আইনগত দিক প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেএস