সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার প্রাণী রক্ষায় আরও মানবিক হতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৪তম সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন রেললাইনে উঠে গেছে তিস্তার পানি, দুর্ভোগ চরমে: লালমনিরহাট ধর্ষণ মামলায় আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮ নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা ৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ

গুয়ামে কিছু হলে উ.কোরিয়ার খুব সমস্যা হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, মার্কিন দ্বীপ গুয়ামে যদি কিছু হয়, তাহলে উত্তর কোরিয়া খুব বড় ধরনের সমস্যায় পড়বে।

নিউ জার্সি গল্ফ রিসোর্টে গুয়ামবাসীকে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই এলাকা খুব সুরক্ষিত থাকবে।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো শক্তিশালীভাবে আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

পরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদে জানানো হয়েছে।

ওই সংবাদে জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং উভয় পক্ষকেই উত্তেজনা ছড়ায় এমন কথা বলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে বলে গত বুধবার ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয় পিয়ংইয়ংয়ের হামলা মোকাবিলায় ওয়াশিংটন প্রস্তুত।

ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের এমন পাল্টাপাল্টি হুমকির কথা উল্লেখ করে মস্কো বলেছে, ‘আমাদের ভীষণ দুশ্চিন্তায় ফেলেছে।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরন দুদেশের এই সামরিক দ্বন্দ্বকে খুবই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, এই সংকট নিরসনে রাশিয়া-চীন যৌথ পরিকল্পনা পেশ করেছে।

এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, এখানে সামরিক কোনো সমাধান নেই এবং এ বিষয়ে বিতর্ক বাড়ানো ভুল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির নেতা কিম জং উন ওই পরিকল্পনা অনুমোদন করলে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হবে, এগুলো জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়বে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com