রাজধানীর গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। শনিবার (২০ মে) দুপুরে মহানগর নাট্যমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই ব্যক্তি নারায়ণগঞ্জ ভুলতা গাউছিয়া থেকে গ্লোরি পরিবহনে ঢাকায় আসার পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা কিছু খাইয়ে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। পরে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে ফেলে রাখলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।
তিনি জানান, অচেতন ব্যক্তির নাম-ঠিকানা এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ