সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্তর্বাসে থাকতো ডিভাইস, ১০ মিনিটে শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা ‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’ শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশ সেন্ডমানিতে অভিনন্দন কার্ড বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : হাছান মাহমুদ চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কেটে নেওয়া হচ্ছে কিডনি: পুলিশ অনিচ্ছা সত্ত্বেও একীভূত হতে সোনালীর সঙ্গে বিডিবিএলের সমঝোতা সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে ভূমিকা রাখবে বিআইপিএস অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫ এমন উন্নত বাংলাদেশ চাই যে দেশকে নিয়ে সারাবিশ্ব গর্ববোধ করবে পাঁচ তারকা মা রোববার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানালেন বাইডেন আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে : আইনমন্ত্রী সর্বজনীন পেনশন ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন চাকরিতে ৩৫ প্রত্যাশী ৫০০ আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের মামলা কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো: নানক নির্বাচনের পর সংকট আরও বেড়েছে: ফখরুল

গুলশান-শোলাকিয়া হামলার প্রশিক্ষক ছিলেন মুরাদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ‘জঙ্গি নেতা’ জাহাঙ্গীর হোসেন মুরাদ ওরফে মেজর মুরাদ নব্য জেএমবির সামারিক কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

নিহত মুরাদ গুলশানের হলি আর্টিজান বেকারিতে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত তামিম চৌধুরীর সঙ্গেও তার বেশ সখ্যতা ছিল। তামিমের পর তিনিই জেএমবির হাল ধরেন।

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশ মিরপুরের রূপনগরের এই জঙ্গি আস্তানার খোঁজ পায়। ২৮ আগস্ট পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় জাহাঙ্গীর ওরফে মুরাদের বাসায় অভিযান চালায়। কিন্তু মুরাদ সেখানে না থাকায় তাকে ধরতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জে অভিযানের পরপরই আতঙ্কে বিছানাপত্র ফেলেই মিরপুরের রূপনগরের বাসা থেকে সটকে পড়েন মুরাদ। পরে পুলিশ তার বাড়িওয়ালাকে বলে আসে ‘জঙ্গি’ মুরাদ তার বিছানাপত্র নিতে এলে যেন পুলিশকে খবর দেয়া হয়। সেই অনুযায়ী বাড়িওয়ালা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই শুক্রবার সন্ধ্যার পর রূপনগর পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। দরজা দিয়ে তিনজন পুলিশ আস্তানার ভেতরে ঢোকার পরই মুরাদ একাই তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সঙ্গে গুলিও চালায়। এতে রূপনগর থানার ওসি শহীদ আলম, পরিদর্শক তদন্ত শাহীন ফকির ও এসআই মমিনুর রহমান আহত হন। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান মুরাদ। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিদর্শক তদন্ত শাহীন ফকিরের বাঁ-হাতে ধারালো অস্ত্রের আঘাত ছাড়াও তার তলপেটে দুটি গুলির আঘাত রয়েছে। দুই পুলিশ কর্মকর্তার আঘাতই গুরুতর বলে জানা গেছে। রাতে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীর মিরপুরের কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে হত্যা এবং অতি সম্প্রতি নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গিকে হত্যা করা হয়। এরপরই আজ রাতে রাজধানীর রূপনগর হাউজিং কলোনিতে জঙ্গি আস্তানায় খোঁজ পেল পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com