শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭

গাজীপুরের পুলিশ সুপার আওয়ামী লীগার-মির্জা ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ১৮৫ বার পড়া হয়েছে
ছবি : এনটিভির সৌজন্যে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গাজীপুরের পুলিশ সুপার (এসপি) সবার কাছে পরিচিত ও পুরোপুরি আওয়ামী লীগার। তাঁর অতীত কর্মকাণ্ড সবার জানা আছে। আমরা আগেও এসপি হারুনকে এখন থেকে সরানোর দাবি জানিয়েছে। এখনো বলছি, তাঁকে না সরালে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

আজ রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরের এসপিকে সরানোর জন্য ইসির কাছে অনুরোধ করলে তারা বলেন, তিনি তো অনেক দিন সেখানে আছেন, তাই তিনি অনেক কিছু জানেন। তিনি থাকলে নির্বাচন ভালো হবে। কিন্তু বাস্তবে তার উল্টো।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্য। কারণ যারা একটা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না তারা কী করে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। নির্বাচন কমিশনের (ইসি) কাছে যাই, অভিযোগ করা হয়, তারা এসব শুনেও শুনেন না।’ তিনি আরো বলেন, ‘বিএনপি প্রার্থীও ইসির কাছে অনেক অভিযোগ করেছেন। কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না।’

আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম একটা ফেয়ার নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিশাল ব্যবধানে জয়ী হবেন। কারণ গাজীপুরে জনগণের প্রতিরোধ তৈরি হয়েছে। আমাদের নেতারা যখন গণসংযোগ করতে গেছেন তখন স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসেছে।’

গাজীপুরের জনগণের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘ভোট আপনাদের সাংবিধানিক অধিকার। আপনারা সকাল থেকেই ভোটকেন্দ্রে যাবেন নিজেদের ভোটাধিকার প্রদান করবেন।’

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। আর স্থানীয় সরকারের এসব নির্বাচনগুলো আমাদের আন্দোলনের অংশ। আর তারই অংশ হিসেবে আমরা এসব নির্বাচনে অংশ নিচ্ছি।’

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরের নির্বাচন সরকার ও ইসির জন্য এসিড টেস্ট। গাজীপুরের নির্বাচনের পর আমরা অন্য সিটির নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিব। কারণ গাজীপুরের নির্বাচনের ওপর অনেক কিছু নির্ভর করবে।’

গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেনন, ‘সব কেন্দ্রের জন্য আমাদের এজেন্ট প্রস্তুত আছে। কিন্তু এখন তাঁরা সেখানে থাকতে পারবেন কি না সেটি দেখার বিষয়। কারণ খুলনাতেও আমাদের প্রায় ৫০টির বেশি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এবার গাজীপুরে কী করবে সেটা দেখার অপেক্ষায় আছে দেশের জনগণ।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার নিজেদের দলের লোক দিয়ে নির্বাচন করছে না। মূলত পুলিশ র‍্যাব, ও ডিবির লোকজন সরকারের পক্ষে নির্বাচন প্রচার ও পরিচালনার কাজ করছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।  সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com