বাংলা৭১নিউজ,গাজীপুর: গাজীপুরের হোতাপাড়া এলাকার হুয়া থাই সিরামিকস কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের গাজীপুরের জয়দেবপুর এবং শ্রীপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও শ্রীপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে রক্ষিত মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এন