সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করে শ্রমিকরা। এর কিছু সময় বাদেই মহাসড়ক অবরোধ করে তারা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় কাজ করা জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জেনে ছুটির আবেদন করেন তিনি। ছুটি না দিয়ে কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র রেখে জান্নাতুলকে চলে যেতে বলে কর্তৃপক্ষ। পরে তিনি বাড়ি চলে যান।
বুধবার ভোরে কারখানায় আসের জান্নাতুল। তবে পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।
এদিকে, মহাসড়ক অবরোধ করায় বিপাকে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা। রাস্তার দুপাশেই দীর্ঘ যানজট দেখা গেছে। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একদল শ্রমিক। এতে মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ