শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন যারা শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা ১১টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার সেপ্টেম্বরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু হিলিতে আগাম ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি মেহেরপুরে সড়কে গাছ ফেলে গণডাকাতি, যাত্রীদের মারধর অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ হঠাৎ ‘রিসেট বাটন’ নিয়ে কেন এত আলোচনা? দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে: হাসনাত টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি মাসুদ বিশ্বাসের সম্পদের খোঁজে ১১ দেশে চিঠি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ডি-৮ শীর্ষ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ

গাজীপুরে বিপুল ভেজাল শিশুখাদ্য-পানীয় জব্দ, গ্রেফতার ১০

গাজীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

গাজীপুরে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য পানীয় জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাত পর্যন্ত গাজীপুরের গাছা থানার কামারজুরি, ঢাকার বসিলা, আমুলিয়া, বেরাইদ ও শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে কারখানার মালিকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন কারখানার মালিক মো. রফিকুল ইসলাম (৪০), মো. মোস্তাফিজুর রহমান কুদ্দুস (৪৭), ডিপো মালিক মো. ইসমাইল হোসেন (৩১), ম্যানেজার মো. খাইরুল ইসলাম বুলবুল (৪০), ল্যাব টেকনিশিয়ান মো. হাফিজুর রহমান (৩২), কর্মচারী মো. খবির উদ্দিন (৪৫), মো. জীবন রহমান (৪০), মো. মোশারফ হোসেন (২৫), মো. রবিউল (৪৮), ও মো. মাসুদ রানা (২৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও ডিসি মিডিয়া মো. ইব্রাহিম হোসেন খান বুধবার (২৯ মার্চ) দুপুরে মহানগরের টিঅ্যান্ডটি-ওয়ারলেস গেট সংলগ্ন বিআরটি মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০-১২ দিন আগে মিথিলা নামে এক শিশু গ্রিন স্টার ড্রিংকিং লিচি ফ্লেভার জুস খাওয়ার পর পেটের ব্যথা ও বমি শুরু করে। পরে বিষয়টি তার বাবা ফিরোজ আলম গাছা থানা পুলিশকে জানায়। গাজীপুর মহানগর গোয়েন্দা শাখা ও গাছা থানা পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে আমুলিয়াসহ ঢাকার বসিলা, বেরাইদ ও শনির আখড়ায় অভিযান চালায়।

এসময় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য এবং পানীয় জব্দ করা হয়। জব্দ খাদ্য ও পানীয়ের মধ্যে ৭ হাজার ৪৮২ লিটার ম্যাংগো জুস, ৪ হাজার ৮৬৯ লিটার অরেঞ্জ ও লিচি ড্রিংক, ৩৯৫ বয়াম ক্যান্ডি চকলেট, ২ হাজার ৫০০ পিস আচার ক্যান্ডি রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ লেভেল, খালি বয়াম ও জুস কন্টেইনার, কেমিক্যাল ও প্রিজারভেটিভ, কৃত্রিম রং, ফ্লেভার, খালি পলি প্যাক ও মেশিনারিজও এসময় জব্দ করা হয়।

এ ঘটনায় কারখানা মালিক, ম্যানেজার, ডিপো মালিক, ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com