রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’ বিপ্লব বড়ুয়া-নদভীসহ ১৯৮ জনের নামে মামলা চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে যা বললেন প্রক্টর ‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বাসের মালিক গ্রেফতার ৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : ভোক্তার ডিজি ফখরুলের সঙ্গে আব্দুস সালাম পিন্টুর সাক্ষাৎ অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,গাজীপুর প্রতিনিধি: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি, গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল ছুড়েছে। শ্রমিক অসন্তোষের মুখে এদিন গাজীপুর মহানগরের ভোগড়া ও আশেপাশের এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। ভ্রান্ত ধারণা থেকে শ্রমিকরা অযৌক্তিকভাবে এ আন্দোলন করছে বলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।

আউটপাড়া এলাকার জোবেদা টাওয়ারের টিএন ফ্যাশনের অপারেটর সোহল বলেন, সরকারঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এতে সাড়া না দেয়ায় শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চান্দনা-চৌরাস্তার দক্ষিণে আউটপাড়া এলাকার শহীদ হুরমত আলীর কবরের পাশের ব্রাদার ফ্যাশন, ক্যাপিটাল ফ্যাশন কারখানার গেটে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ গিয়ে টিয়ারশল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

বিক্ষোভ চলাকালে স্থানীয় টিএন ফ্যাশন, এপারেলস পোশাক কারখানা, পশমি সোয়েটার ও ক্যাপিটাল ফ্যাশনসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন বলেন, বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকরা বাসন থানার ওসি (অপারেশন) নন্দলালের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, একই দুপুরের খাবারের বিরতির পর ভোগড়া বাইপাস মোড়ের পশ্চিমে পেয়ার বাগান এলাকায় ভিঅ্যান্ডআর ফ্যাশনের বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। একপর্যায়ে শ্রমিকরা পাশের ঢাকাবাইপাস সড়কে নেমে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় এক পথচারীর মোটরসাইকেল নিয়ে অগ্নিসংযোগ করে এবং গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ওই পথে যানবাহন চলাচল শুরু করে।

বাংলা৭১নিউজ/আর এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com