তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভোগরা এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, আমরা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমিরে জামায়াতসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি করেছি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, জামায়াতের নেতাকর্মীরা চন্দনা চৌরাস্তা এলাকায় একটি বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। পরে আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।