বরিশালের গৌরনদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইন্টার্ন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডাক্তার হলেন ইকরা বিনতে হাফিজ (২৮)। তিনি উত্তরা উমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।
গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আহত চালক নাহিদ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১০৬৫৪৯)। গৌরনদীর কটকস্থল এলাকা এলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে চালক ও যাত্রী চিকিৎসক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, গাছের সঙ্গে সংঘর্ষের পর প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। আধা ঘণ্টা চেষ্টার পর চালককে বের করা হয়। এর আগেই চিকিৎসককে বের করে হাসপাতালে পাঠানো হয়।
উত্তরা উমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি করেছেন ডা. ইকরা বিনতে হাফিজ। ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। পথে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওনা হয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ