মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়৷ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, এবারের নির্বাচনে প্রার্থীদের ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম প্যানেলে সভাপতি হিসেবে কামরুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন বিশ্বাসের প্যানেলে চেয়ার প্রতীক নিয়ে মোট ২৩ জন অংশ নিয়েছেন।
অপরদিকে দ্বিতীয় প্যানেলে সভাপতি হিসেবে ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এ.বি.এম. হেলালের প্যানেলে ঘড়ি প্রতীক নিয়ে মোট ২৩ জন অংশ নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই জমজমাট অবস্থা তৈরি হয়েছে মার্কেটের সামনে। উভয় প্যানেলের সমর্থকদের স্লোগান এবং সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নিজ প্যানেলের প্রার্থীদের নির্বাচনে জয়ী করার জন্য গণসংযোগ করতেও দেখা গেছে তাদের। নিজ নিজ প্রার্থীর জয়ের ব্যাপারে আশার কথাও জানান তারা।
প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম মাহমুদ বলেন, প্রতিটি প্যানেল থেকে ২৩ জন করে প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮০ জন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের সমস্যা বা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করে সম্পন্ন করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।
অপরদিকে নির্বাচনকে ঘিরে যে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) অর্পিত ঠাকুর হালদার বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নিউমার্কেট থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ভোটাররা নির্বাচনের নিয়ম অনুযায়ী নির্বিঘ্নে ভোট প্রদান করছেন৷ সবমিলিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বাংলা৭১নিউজ/এসএস