বাংলা৭১নিউজ, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য স্কুল শিক্ষিকা মঞ্জুরী খাতুনকে হত্যার দায়ে স্বামী শাহাদত হোসেন মণ্ডলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ আল কনক জানান, ২০০৭ সালের ১৭ জুন মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ২১ এপ্রিল রাতে মঞ্জুরীর বাবার বাড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান শাহাদত।
এ ঘটনায় মঞ্জুরীর বাবা মকবুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক ফাঁসির রায় দেন।
বাংলা৭১নিউজ/সিএইস