বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে গলায় ফাঁস দিয়ে তিন্নি (১৩) নামের নববিবাহিতা এক নারী আত্বহত্যা করেছে বলে জানাগাছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টারদিকে শহরের রথবাড়ী এলাকার নয়নের মেয়ে তিন্নি তার সয়ন ঘরের তিরের সাথে দড়ি ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে।
শহরের টাউন পুলিশ ফাঁড়ির ওসি আবু মুসা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃত্যুর সঠিক কারন যানাযায়নি। গত ৫/৬ মাস আগে তার পিতা-মাতা তিন্নিকে নওগাঁর ধামুরইহাট এলাকায় বিয়ে দেন।
এরির্পোট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানাযানি। তবে এলাকাবাসীর ধারনা বাল্য বিয়েই তার মুত্যুর কারন হতে পারে। এবিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির টিএস আই আব্দুল ওয়াদুদএর সাথে কথা বললে তিনি বলেন প্রেম ঘটিত বিষয় থাকতে পারে এব্যাপরে থানায় একটি উইডি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস