বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিন ডিককুল এলাকা থেকে খোকন (১৮) নামের এক গলাকাটা যুবকের লাশ উদ্ধার হয়েছে।
সে ওই এলাকার আবদুচ্ছবির পুত্র বলে জানা গেছে।
শুক্রবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় আবদুল লতিফ মসজিদ হতে ৫০ গজ দক্ষিণে গোয়ামতলী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার কারণ জানা যায়নি।স্থানীয়রা ধারণা করছে, তাকে জবাই করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে রাতেই আটক করেছে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি। অটকরা থানা হেফাজতে রয়েছে।
কক্সবাজার থানার ওসি (অপারেশন) মো. মাঈন উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরির্শন করেছে। এলাকাবাসীর জবানবন্দি নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস