বাংলা৭১নিউজ,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মা আম্বিয়া খাতুনকে গলা কেটে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে এমদাদুল হক (২৬)। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদকাসক্ত ছেলে এমদাদুল নেশার টাকার জন্য প্রায়ই তার পরিবারের লোকজনকে মারধর করতো। এদিন ধারালো ছুরি দিয়ে তার শয্যাশায়ী মাকে গলা কেটে হত্যা করে। মাকে খুন করার পর তার বাবাকে খুন করার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর-রশিদ জানান, ওই মাদকাসক্তকে আটক করা হয়েছে। মা আম্বিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ছেলের স্ত্রীও তার ছেলেকে ছেড়ে চলে গেছে। এনিয়ে এমদাদুল মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে শনিবার রাতে নিজ ঘরে তার অসুস্থ মাকে কাচিঁ দিয়ে গলা কেটে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস