বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে তৃতীয় কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢামেকে ভর্তি অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: আপিলে খালেদা জিয়া খালাস অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম সিআইএ’র চোখে ধুলো দিয়ে চে গেভারার ডায়েরি যেভাবে কিউবা পৌঁছেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে

গভীর রাতে প্রতিবেশীর ঘরে মেয়েকে অজ্ঞান অবস্থায় পেলেন মা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার নয়াপাড়া গ্রামে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী আমির হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই স্কুলছাত্রীর মা থানায় মামলা করেছেন।

অভিযুক্ত আমির হোসেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

ওই স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়েকে বাড়ির পাশের আমির হোসেন প্রায়ই উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে দেখি মেয়ে বিছানায় নেই। ঘর ও বাড়ির সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে একপর্যায়ে বাড়ির সামনের আমির হোসেনের মাকে ঘুম থেকে ডেকে তুলি। পরে আমির হোসেনকে ডেকে তোলা হলে তার কক্ষে মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি।

তিনি আরও বলেন, এ সময় আশপাশের লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পর মেয়ে জানায়- রাত দেড়টার দিকে সে ঘরের বাইরে শৌচাগারে যায়। ওই সময় তার চোখ-মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় আমির হোসেন। পরে আমির হোসেন তার থাকার কক্ষে নিয় তাকে ধর্ষণ করে। সকালে ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা ও স্থানীয় সর্দার নুরুল হুদা লাভু চৌধুরীকে বিষয়টি জানাই। তারা বিষয়টি আমলে না নিয়ে হাসি-ঠাট্টা করার কারণে অবশেষে থানায় অভিযোগ করি।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন বাদশা বলেন, শুক্রবার সকাল৮টার সময় স্কুলছাত্রীর মা ও তার কয়েকজন আত্মীয় এসে জানায় প্রতিবেশী আমির হোসেন মেয়েকে ধর্ষণ করেছে। বিষয়টি নিয়ে আমির হোসেনের বাবা ও তার বড় ভাইয়ের সঙ্গে আলাপ করি। কিন্তু আমির হোসেন উপস্থিত না থাকায় ঘটনার সমাধান করা যায়নি।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com