বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় কালন বিল এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে রাইহান(২৪) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত রাইহান উপজেলার চৌডালা ইউপির বিরামপুর এলাকার বাক্কার আলীর ছেলে। এ ঘটনায় সাবদুল নামে আহত একজনকে আটক করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ওসি শাহিন কামাল জানান, বোয়ালিয়া-জামবাড়িয়া সড়কের নওদাপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ খবর শুনে উত্তেজিত স্থানীয় জনতা কালন বিল এলাকায় গিয়ে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এসময় আরো দুজন পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শুক্রবার সকাল ৬টর দিকে রাইহান মারা যায়। এছাড়া সাবদুল নামে আরো একজন চিকিৎসাধীন রয়েছে। নিহত রাইহানের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস