শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

খুলনার সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

খুলনা প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে

খুলনার বর্তমান সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সাবেক সিভিল সার্জন, বর্তমানে গোপালগঞ্জে সিভিল সার্জন হিসাবে কর্মরত ডা. নিয়াজ মোহাম্মাদ, খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এস এম মুরাদ হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

করোনাকালীন সময়ে নমুনা পরীক্ষার নামে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে আদায় করা ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেদের মধ্যে যোগসাজশে আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকতা দুদক খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান সমন্বিত জেলা কার্যালয়ে চাজশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অপর তিনজন হলেন, খুলনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ, মো. রওশন আলী ও ক্যাশিয়ার তপতী সরকার।

চার্জশিটে তদন্ত কমকতা উল্লেখ করেছেন, এজাহারনামীয় আসামি প্রকাশ কুমার দাশ, মো. রওশন আলী, তপতী সরকার, ডা. এস এম মুরাদ হোসেন, ডা. নিয়াজ মোহাম্মদ, ডা. সুজাত আহম্মেদ পরস্পর যোগসাজশে সরকারি রশিদ বইয়ের বাইরে হাসপাতালের বুথে বুথে ডুপ্লিকেট রশিদ বই ব্যবহার করে বিদেশগামী যাত্রী ও সাধারণ কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ করে নমুনার সংখ্যা ফরওয়ার্ডিংয়ে বসিয়ে তা পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি পিসিআর ল্যাবে পাঠায় এবং সেই অনুযায়ী ফলাফল প্রাপ্ত হয়ে তা প্রকাশ করে রোগীদের মধ্যে সরবরাহ করে।

পরবর্তীতে রোগীর সংখ্যা কম দেখিয়ে সেই অনুযায়ী ইউজার ফি’র টাকা সরকারি কোষাগারে জমা দেয়। অর্থাৎ প্রকৃত আদায়কৃত ইউজার ফি’র সম্পূর্ণ টাকা জমা না করে ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়। যা তাদের তদন্তে প্রমাণিত হয়েছে।

২০২১ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। 

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com