বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের নাশকতার আরও চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।
আজ বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ওইসব মামলার অভিযোগপত্র আমলে নেয়া কেন বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত।
খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের জানান, রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা ৩টি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা পুলিশের একটি নাশকতার মামলা স্থগিত করেছেন আদালত। আদালতের দেয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের মনিরুজ্জামান কবীর।
এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরও তিনটি নাশকতার মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।
খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি মামলা রয়েছে।
গত বছর এসব মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
বাংলা৭১নিউজ/সিএইস