শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বোর্ডের সিদ্ধান্ত রোববার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৬৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন নবগঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আধা ঘণ্টারও বেশি সময় বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন তারা।

মেডিকেল বোর্ডের সদস্যরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রবিবার খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হয়েছে কি না এবং চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেয়ার প্রয়োজন আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। আনুষ্ঠানিকভাবে আগামীকাল বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে।’

সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘উনার পূর্বে যে সমস্যাগুলো ছিল আর্থাইটিস, জয়েন্টে ব্যথা সে সমস্যাগুলোই পাওয়া গেছে।’

এর আগে শনিবার বিকাল ৩টা ৪৪ মিনিটে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড কারাগারে প্রবেশ করে। তারা ৫৫ মিনিট কারাগারের ভেতরে অবস্থা করে বিকাল ৪টা ৫০ মিনিটে কারাগার ত্যাগ করেন। ৩০ মিনিটের বেশি সময় তারা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগার ত্যাগ করার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। তবে পরে কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেছে।

গত ৯ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর অনুরোধ জানায়। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড হবে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় কারাদণ্ড হয় খালেদা জিয়ার। পরে বিএনপি চেয়ারপারসনকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এরপর থেকে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অন্য কোনো মামলায় আর হাজিরা দেননি। এজন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারে কারাগারের ভেতরে বসে আদালত।

গত ৪ সেপ্টেম্বর কারাগারের ভেতর আদালতে হাজির হয়ে খালেদা জিয়া তার অসুস্থতার কথা জানান। বিচারকের উদ্দেশে খালেদা বলেন, ‘আমার হাতের অবস্থা ভালো না। ডাক্তার বলছে, পা ঝুলিয়ে রাখলে ফুলে যাবে। রিপোর্ট দেখলে বুঝতেন আমার শরীরের অবস্থা কী। সুতরাং যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারব না।’

(ঢাকাটাইমস

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন নবগঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আধা ঘণ্টারও বেশি সময় বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন তারা।

মেডিকেল বোর্ডের সদস্যরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রবিবার খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হয়েছে কি না এবং চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেয়ার প্রয়োজন আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। আনুষ্ঠানিকভাবে আগামীকাল বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে।’

সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘উনার পূর্বে যে সমস্যাগুলো ছিল আর্থাইটিস, জয়েন্টে ব্যথা সে সমস্যাগুলোই পাওয়া গেছে।’

এর আগে শনিবার বিকাল ৩টা ৪৪ মিনিটে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড কারাগারে প্রবেশ করে। তারা ৫৫ মিনিট কারাগারের ভেতরে অবস্থা করে বিকাল ৪টা ৫০ মিনিটে কারাগার ত্যাগ করেন। ৩০ মিনিটের বেশি সময় তারা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগার ত্যাগ করার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। তবে পরে কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেছে।

গত ৯ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর অনুরোধ জানায়। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড হবে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় কারাদণ্ড হয় খালেদা জিয়ার। পরে বিএনপি চেয়ারপারসনকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এরপর থেকে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অন্য কোনো মামলায় আর হাজিরা দেননি। এজন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারে কারাগারের ভেতরে বসে আদালত।

গত ৪ সেপ্টেম্বর কারাগারের ভেতর আদালতে হাজির হয়ে খালেদা জিয়া তার অসুস্থতার কথা জানান। বিচারকের উদ্দেশে খালেদা বলেন, ‘আমার হাতের অবস্থা ভালো না। ডাক্তার বলছে, পা ঝুলিয়ে রাখলে ফুলে যাবে। রিপোর্ট দেখলে বুঝতেন আমার শরীরের অবস্থা কী। সুতরাং যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারব না।’ সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com