বাংলা৭১নিউজ, আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আপনাদের একটি মূল্যেবান ভোট পেলে ধানের শীষের বিজয় হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। ধানের শীষের জোয়ার দেখে ক্ষমতাসীন দল এখন হিশাহারা হয়ে পড়েছে। এ জন্য আমাদের’কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি রবিবার দূর্গাহাটা ও মহিষাবানের বিভিন্ন গ্রামে সংসদ নির্বাচনে বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী বিএনপি মনোনীত মোরশেদ মিল্টন ধানের শীষের পক্ষে দোয়া ও ভোট চেয়ে পথ’সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি সভাপতি আমিনুর রহমান তালুকদার, ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, জেলা শ্রমিকদল নেতা রহিম পিন্টু, বিএনপি নেতা আবুল হোসেন, তাজুল ইসলাম, আতিকুর রহমান, জিয়া পরিষদনেতা অধ্যাপক নজমুল হোসেন, অধ্যাপক আব্দুর রব, সুরাইয়া জেরিন রনি, সহমিনা আক্তার রুমা, হান্নান, মাজেদ, ফারুক, জাহিদ, ফাইন, রব্বানী, ডাঃ আলম, আরেফিন, মতি, শফিকুল, মুঞ্জু, সবুজ, মিজু, যুবদল নেতা হারুন, লতিফ, মিন্টু, বজলু, রুহিন, লেমন, আসাদ, ছাত্রদল নেতা মানিক, মুন, মোক্তাদির, হালিম, চঞ্চল ও সুজা প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস