বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে থেকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এটি ডিপ্লোমেটিক এরিয়া। সেখান থেকে কেন পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে আমার জানা নেই।
শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে এএসআই জাফরের নেতৃত্বে ৩ জন কনস্টেবলসহ মোট চারজন পুলিশ সদস্য সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে নেয়া হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে খালেদা জিয়া সেখানেই রয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস