বাংলা৭১নিউজ, ঢাকা: খালেদা জিয়া ‘দেশে ফিরে আসেন কিনা’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের মতে, এমন মন্তব্য করা প্রধানমন্ত্রীর ঠিক হয়নি। দলটির কেন্দ্রীয় নেতারা দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি চেয়ারপারসন অবশ্যই দেশে ফিরবেন, আগামী দিনের আন্দোলনে নেতৃত্বও দেবেন।
সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর নিয়ে প্রসঙ্গ তোলেন একজন মন্ত্রী। এ সময় ওই মন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘দেখেন উনি (খালেদা জিয়া) ফিরে আসেন কিনা?’
একই দিনে সচিবালয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার মতো, ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে খালেদা জিয়া দেশে ফিরে আসবেন কিনা, মামলার ভয়ে আবার সময় বর্ধিত হবে কিনা, তা কেবল সময়ই বলে দেবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে এমন কথা বলা তার উচিত হয়নি। ২০১৫ সালে যখন খালেদা বিদেশ গিয়েছিলেন, তখনও আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, তিনি আসবেন না। কিন্তু তিনি ফিরেছিলেন। এবারও বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সিনিয়র সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এগুলো হীনমন্যতা। প্রধানমন্ত্রী হিসেবে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। খালেদা জিয়া ফিরে আসবেন, তখন প্রধানমন্ত্রীর মুখ থাকবে? শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, তার কথার ডিগনিটি থাকা উচিত। যতই সমালোচনা করি না কেন, তিনি দেশের প্রধানমন্ত্রী।’
এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যাদের স্বরূপ মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত, তারা তো অহরহ মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। গণমানুষের নেত্রী খালেদা জিয়া। আপসহীনভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এখন তো ফ্যাসিবাদী শাসন চলছে। ফলে এই সময়ে তিনি দেশ ও জনগণকে ফেলে সেখানে থাকবেন, এটা বিশ্বাস করা যায় না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘যে নেত্রী শত-শত নির্যাতনের মধ্যে লড়াই করছেন, তিনি ফিরে আসবেন না, এটা পাগলেও বিশ্বাস করবে না। তিনি অবশ্যই তার চিকিৎসা শেষে দেশে ফিরবেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন।’
উল্লেখ্য, ১৫ জুলাই যুক্তরাজ্য সফরে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত এই সফরে তিনি তার পায়ের চিকিৎসা করাবেন বলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস