রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

খালেদা কারাগারে গেলে হাসিনার পথও প্রশস্ত হবে: গয়েশ্বর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনারও কারাগারে যাওয়ার পথ প্রশস্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘যে পরিস্থিতি তৈরি করেছেন তাতে শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই কারাগারে নেবেন, আপনারা যাবেন না; এর গ্যারান্টি কি? কারণ সবকিছুরই জবাবদিহিতা করতে হবে।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চায় না। সেজন্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে নাটক তৈরি করছে। কিন্তু নাটক করতে করতে তারা কখন যে খলনায়কের ভূমিকায় চলে আসবে তা নিজেরাও জানবে না।

বিএনপির নির্মূল করার ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘যারা বিএনপিকে ধ্বংস না নির্মূল করার স্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষের অন্তরে জাতীয়তাবাদের যে চেতনা লালিত, তাতে বিএনপিকে কখনো ধ্বংস করা যাবে না। যদি বিএনপিকে ধ্বংস করা সম্ভব হতো তাহলে জিয়াউর রহমানের মৃত্যুর পরই তা সম্ভব হতো।’

বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু কখনো ব্যর্থ হবে না।’

প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবেশী দেশটির সঙ্গে আমরা নিবিড় বন্ধুত্ব চাই। তবে সেটি দুই দেশের মানুষের সঙ্গে মানুষের। প্রতিবেশী দেশকেও চিন্তা করতে হবে, তারা কি দুটি দেশের মানুষের চিন্তা চেতনাকে মূল্যায়ন করবে না কী একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখবে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব টেকসই করতে এটি স্থির করার সময় এসেছে।’

তিনি বলেন, ‘বিদেশে বিএনপির বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। আর হবেও না। এটিই দুর্ভাগ্য। সেজন্য জাতীয়তাবাদী শক্তির কর্ণধার খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা পেলেও বাইরের ভালোবাসা পান না। কিন্তু দেশের অনেকের সঙ্গে বাইরের এই ভালোবাসা আছে। যার জন্য দেশের মানুষকে চরম মূল্য দিতে হবে।’

নারায়ণগঞ্জে এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকসমাজ সম্মিলিকভাবে প্রতিবাদ না করায় এর সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘প্রাইমারির শিক্ষক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেফিন সিদ্দিকী পর্যন্ত সবার একলাইনে দাঁড়িয়ে কানে ধরে এর প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু দেখলাম সব শিক্ষক এককাতারে দাঁড়ালেন না। কারণ শিক্ষকদের মধ্যেও দলবাজি ঢুকে গেছে।’

গয়েশ্বর বলেন, ‘শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শেখ হাসিনা-এরশাদ-রওশন এরশাদ চুপ। কারণ তারা হাসিনা-এরশাদ জয়েন্টভেনচারে (যৌথভাবে) রাজনীতি করে। তেমনি নারায়ণগঞ্জে শামীম ওসমান-সেলিম ওসমানও জয়েন্টভেনচারে (যৌথভাবে) রাজনীতি করে।’

বিএনপি দুর্যোগকালীন সময়ে পদের জন্য কাজ না করে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

একাত্তরে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ওই সময়ে রাজনীতিবিদদের দিক-নির্দেশনা দেওয়ার কথা থাকলেও তারা ব্যর্থ হয়েছেন। জিয়াই চট্টগ্রামের কালুরঘাট দখল করে প্রথম প্রতিবাদ করেছিলেন।’

সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুবদল কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, আবদুল খালেক, রফিকুল ইসলাম, মো. ফারুক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আ ক ম মোজাম্মেল হক, সৈয়দ আবেদিন প্রিন্স প্রমুখ।

বাংলা৭১নিউজ/পিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com