রাজধানীর খালের ড্রেনেজ কাঠামো, দূষিত খাল পরিষ্কারকরণসহ নানা কাজের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এ উদ্যোগের আওতায় প্রথমে প্যারিস খালে ড্রেনেজ কাঠামো, পরিষ্কারকরণ, জলপথ, ওয়াকওয়ে এবং গ্রিন এরিয়া নির্মাণের মাধ্যমের খালের উন্নয়ন এবং জলাবদ্ধতা দূরীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য পৃথক দুটি কমিটি করে দিয়েছেন।
জানা গেছে, দুই কমিটির মধ্যে রয়েছে প্রস্তাব মূল্যায়ন কমিটি এবং প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি। এর মধ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রস্তাব আহ্বানকারীকে। কমিটির বাকি সদস্যরা হলেন– ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ড্রেনেজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বুয়েটের স্থাপত্য বিভাগের প্রতিনিধি এবং স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি।
অপর প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির ড্রেনেজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে, সদস্য সচিব করা হয়েছে প্রস্তাব আহ্বানকারীকে এবং সদস্য করা হয়েছে ক্রয়কারী প্রতিনিধিকে।
বাংলা৭১নিউজ/এসএবি