শনিবার, ১৮ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস

খাদিজার পাশে সেলফি: ক্ষমা চাইলেন সাংসদ সাবিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের কোপে আহত তরুণী খাদিজা আক্তারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এবার দুঃখ প্রকাশ করেছেন ছবিটি পোস্ট করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তিনি লিখেন, ‘আমার গতকালের স্ট্যাটাসের জন্য যদি আমার কোন ভুল হয়ে থাকে এবং কেউ মর্মাহত হয়ে থাকেন আমি এ ব্যপারে দু:খিত ।’

এই সেলফি তোলার জন্য এর আগে ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চান যুব মহিলা লীগের নেত্রী কোহেলী কুদ্দুস। তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার মৃত্যুর গুজব ছড়ানোয় এর জবাব দিতেই এই কাজ করেছেন তারা।

ছবিটি পোস্ট করা সংসদ সদস্য সাবিনাও একই কথা বলেন। তিনি বলেন, ‘মেয়েটা মারা গেছে বলে যে গুজব ছড়িয়ে পরে। আমার বান্ধবী মিরা স্ট্যাটাস দেয়, ‘বোন খাদিজা ক্ষমা করিস’ লিখে । আমাদের ছবি দেয়ার উদ্দেশ্য কেবল আমরা নারী সমাজ খাদিজার পাশে আছি এটা বোঝানোর জন্য, আর ও বেঁচে আছে এটা জানানোর জন্য।’

গত সোমবার সিলেটে সাবিনাকে কোপানোর পরদিন ভোরে তাকে ঢাকায় আনা হয়। সেদিনই স্কয়ার হাসপাতালে অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান। দেখে এসে কেউ গণমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

ফেইসবুকে ছবি প্রকাশের বিষয়ে সাবিনা লিখেন, ‘আমার যদি ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী। আমরা সব নির্যাতিত নারী সমাজের পাশে আছি, থাকবো। এটা দেয়া যদি আমার সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টিকটু হয়ে থাকে তবে আমি আন্তরিক দু:খিত।’

স্ট্যাটাসে বদরুলের ফাঁসি চেয়ে নির্মম ঘটনার নিন্দা করে বক্তব্য দেয়া হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য লিখেন, ‘আসলে আমরা যারা রাজনীতি করি তাদের চিন্তা ভাবনায় যত সততা থাকুক, আমাদের দোষ তো খুঁজে বের করতে হবে- এটাই তো স্বাভাবিক। আমি মনে করি, যা কিছু হয়েছে মঙ্গলের জন্য। অনেক কিছু আবেগ থেকে না করে চিন্তা ভাবনা করে করতে হবে।’

সাবিনা লিখেন, খাদিজার পাশে গিয়ে তারা আবেগী হয়ে উঠেছিলেন। পাশপাশি বদরুলকে ধিক্কার জানানোর বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন।

গণমাধ্যমে সমালোচনায় কিছুটা রুষ্ঠ হয়েছেন সাবিনা। তিনি লিখেন, ‘কেউ যদি কাজ করে, সমালোচনা তারই বেশি হয়। …তার (খাদিজার) পাশে দাঁড়ানোর অঙ্গীকার না করে ঘরে বসে তার জন্য বড় করে স্ট্যাটাস দিলেই তো হতো।’ সাবিনা লিখেন, ‘সংসদে ঢোকার আগ মুহূর্তে গেলাম লিপস্টিক কেন দিয়ে গেলাম, এটাও তো দোষ। সব কিছুর পর এটাই বলবো আমিই দায়ী, আমার একক দায়িত্ব ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com