বাংলা৭১নিউজ,মাহাবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের ৪টি বসত ঘর ১টি গরু, ১টি ছাগল, হাঁসমুরগী ও আসবাবপত্র পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের একতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আইয়ুব আলীর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শবর্তী কপিল উদ্দিন ও ফজলুল হকের বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে নগদ পনের হাজার টাকা প্রদান করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস