বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আগামী রবিবার থেকে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। এ ক্ষেত্রে ক্লাসরুম খোলা না পেলে খোলা মাঠেই ক্লাস নেবেন বলে জানান ওই শিক্ষক। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।
মাইদুল ইসলাম নিজেই ক্লাস নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায় ১৮ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। যা বিশ্বের কোনো দেশেই হয়নি। এমনকি পাশের দেশ ভারতেও হয়নি। রেডজোন লিস্টেড জায়গাগুলোতে হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অনলাইনে ক্লাস ছিলই। কিন্তু আমাদের এখানে কোনো রোডম্যাপই নেয়নি সরকার। তাই বলা যায় এই জনগুরুত্বপূর্ণ শিক্ষাকে সরকার গুরুত্বহীন করে তুলছে।’
তিনি আরও বললেন, ‘এই উপর্যুপরি লকডাউন। এই খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, আবার নাই। সরকারের সেই সিদ্ধান্তহীনতার জন্য আমাদের তরুণ প্রজন্মের উপর প্রভাব তো পড়ছেই। আমাদেরকে তো তরুণ প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে হবে। বহির্বিশ্বে যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, আমাদের এখানেও খুলতে কোনো সমস্যা দেখি না।’
বাংলা৭১নিউজ/এএফ