বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। নৃত্য প্রতিযোগীতার ফলাফলের শীট ঘষামাজা করে পছন্দের প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ও শনিবার দু’দিন ব্যাপী অনুষ্ঠানের নৃত্য প্রতিযোগীতায় বালিকা ‘ক’ গ্রুপের ফলাফলের শীটে দেখা যায়, বিচারকদের দেয়া নম্বর ঘষামাজা এবং ওভার রাইট করে নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমাকে প্রথম পুরস্কার প্রদান করা হয়েছে। বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিনিয়া ইসলামের নম্বর কেটে দ্বৈতভাবে ৩য় পুরস্কার প্রদান করা হয়। এভাবে স্বজনপ্রীতি করায় উপস্থিত অভিভাবক ও প্রতিযোগীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে দাসপাড়া এলাকার এক অভিভাবক বলেন, শুধু নৃত্যই নয় অধিকাংশ ইভেন্টে স্বজনপ্রীতি করায় এবারের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা হাস্যকর খেলাধুলায় পরিণত হয়েছে। তিনি বলেন, কিছু চাটুকার শিক্ষকের কারনেই ফলাফলে স্বজনপ্রীতি করা হচ্ছে। সেক্ষেত্রে বাউফলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তী নষ্ট হচ্ছে।
তবে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, বিচারকদের দেয়া নম্বরের উপরই ভিত্তি করে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস