জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা নির্বাচিত হয়েছে কক্সবাজারের মুশফিকুর রহমান নিবরাসি। দেশের শীর্ষ টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর ও চ্যানেল টুয়েন্টিফোর কর্তৃক আয়োজিত পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠানে যথাক্রমে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ হয়েছে মুশফিক।
কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে মুশফিকুর রহমান পেয়েছে নগদ তিন লাখ টাকা ও ওমরাহ পালনের সুযোগ এবং দ্বিতীয় প্রতিযোগিতায় রানারআপের পুরস্কার হিসেবে পেয়েছে নগদ এক লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান পুরস্কার সামগ্রী। উভয় প্রতিযোগিতার প্রতিটি পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী খ্যাতিমান হাফেজ ও কারি সাহেবরা মুশফিকের প্রশংসা করেছেন।
উল্লেখ্য যে, মুশফিকুর রহমান এর আগেও জেলার অনেক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের সৌভাগ্য অর্জন করেছে। মুশফিকুর রহমান নিবরাসি কক্সবাজার জেলার সাড়াজাগানো শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের মেধাবী শিক্ষার্থী।
মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হক, প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও মুশফিকের গর্বিত পিতা-মাতা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ